Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর হামলা, ৩ জন রিমান্ডে ৫ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২২ ১৮:১৩ | আপডেট: ৩ আগস্ট ২০২২ ২০:০৫

ঢাকা: হাসপাতালের সরঞ্জাম কেনাকেটায় অনিয়মের অভিযোগের বিষয়ে সংবাদ করতে গিয়ে ডিবিসি নিউজের দুই সাংবাদিকের ওেপর হামলার ঘটনায় গ্রেফতার তিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ৫ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভূঁইয়া, সুমন মিয়া ও মাসুম বিল্লা।

কারাগারে যাওয়া ৫ আসামি হলে, হাফিজ, মহসিন ভূইয়া, মাহবুব হোসেন, আসিফ আকবর ও মাকসুদুল্লাহ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর (নি.) রূপু কর আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে আব্দুর রহমান হাওলাদা, শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে তুহিন হাওলাদার প্রত্যেকের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তিন আসামির এক দিনের রিমান্ড এবং ৫ আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে এ হামলার ঘটনাটি ঘটে।

জানা যায়, ট্রেডিং করপোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যান ডিবিসির গণমাধ্যম কর্মীরা। এসময় ডিবিসির রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে কক্ষে আটক রেখে মারধর করা হয়। তাদের ক্যামেরায় ধারণ করা ভিডিও এবং ছবি মুছে ফেলতে বাধ্য করে হামলাকারীরা। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ ডিবিসি সাংবাদিক নির্যাতন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর