Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর সীমান্তে ১ কেজি সোনাসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ১৫:৫০

যশোর: শার্শা কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০টি সোনার বারসহ হাসানুজ্জামান নামে ১ সোনা চোরাকারবারিকে আটক করেছে খুলনা-২১ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় মোটরসাইকেলসহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আসামি হাসানুজ্জামানের (২২) বাড়ি পুটখালী গ্রামে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানার টেংড়া গ্রামে বালুন্ডা হতে জামতলায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি অভিযানে বিজিবি টহল দল ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ১টি মোটর সাইকেলসহ মো. হাসানুজ্জামানকে আটক করা হয়।

সোনার বারগুলো আসামির কোমরে নীল রঙের অভিনব কায়দায় তৈরি করা ব্যাগের মধ্যে বাধা ছিল।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালানরোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাকারবারি রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিজান অব্যাহত থাকবে।’

জব্দ করা ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ১টি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

সারাবাংলা/এমও

টপ নিউজ যশোর সীমান্ত সোনা সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর