Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ২০:৪৭ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ২১:১৫

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ‘যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সব প্রকারের অপরাধমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ভলিবলসহ দেশের ঐতিহ্যবাহি খেলাধুলার ধারা অব্যাহত রাখতে হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখ‌তে নিয়মিত খেলাধূলার আয়োজন করতে হবে।’

বিজ্ঞাপন

শ‌নিবার (৩০ জুলাই) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় ব্রাহ্মণগাঁও খেলার মা‌ঠে মুড়াপাড়া ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ন‌ামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। উদ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড একাদশ ৩-২ গো‌লে মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দ একাদশকে হা‌রি‌য়ে জয় লাভ ক‌রে।

গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা আরেও ব‌লে‌ন, ‘দ্রব্যমূল্য নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াত দেশবিরোধী অপপ্রচার চালিয়ে ফায়দা লুটতে চায়। বাংলাদেশ ও শ্রীলংকার অর্থনীতির গতিপ্রকৃতি ভিন্ন। বাংলাদেশে খাদ্য উৎপাদনে ঘাটতি নেই। তাই নিশ্চিত করেই বলা যায়, শ্রীলংকার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। এটি শুধু বিএনপি-জামায়াতের অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

তি‌নি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত। বঙ্গবন্ধুকে স্মরণ করে মাথা উঁচিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু পৃথক কিছু নয়, একই সুতোয় গাঁথা। জাতির পিতাকে স্মরণ করতে হবে, দেশের জন্য কাজ করে।’

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছ, আওয়ামী লী‌গ নেতা তা‌বিবুল কা‌দির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আলীমু‌দ্দিন মিয়াসহ অনেকে।

এদিকে, শ‌নিবার (৩০ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগ‌ঞ্জ উপজেলার দ‌ড়িকা‌ন্দি বীরপ্রতীক গাজী সেতুসংলগ্ন এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ক‌রেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

বিজ্ঞাপন

অপর‌দিকে, শ‌নিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার টানমুশুরী এলাকায় টানমুশুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মরহুম গাফফার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি মাসুম চৌধুরী অপু, যুবলীগ নেতা মাসুদ রানাসহ অনেকে।

সারাবাংলা/এমও

খেলাধুলা খেলাধুলার আয়োজন গাজী গোলাম মর্তুজা পাপ্পা গাজী গ্রুপ মাদকমুক্ত যুবসমাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর