Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তর স্মরণে প্রত্যেক সড়কে লাগানো হচ্ছে ১৯৭১টি গাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ২২:২৫

নড়াইল: মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে একটি সড়কে ১৯৭১টি এবং প্রতিটি ওয়ার্ডে ৭১টি করে ফলজ, ওষধি ও ফুলের গাছ লাগাবেন নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। সরকারি অর্থায়নে নয়, ব্যক্তিগত ও বন্ধুদের আর্থিক সহযোগিতায় তিনি বৃক্ষরোপণের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছেন। ইউনিয়নের প্রতিটি বাড়িতে তিনি ফুল ও ফলের চারা রোপণ করবেন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকে বড়দিয়া-কালিয়া সড়কের খাশিয়াল ইউনিয়নের সীমানা পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেছেন খাশিয়াল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বিজ্ঞাপন

ব্যাংক এশিয়া বড়দিয়া এজেন্ট শাখার ব্যবস্থাপক প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, বড়দিয়া কলেজের সহকারী অধ্যাপক মোল্যা সাখাওয়াত হোসেন, ডা. জগদীশ চন্দ্র সরকার, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নিরঞ্জন দাশ ঝন্টু, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা শাহাদৎ হোসেন, খাশিয়াল আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান, বড়দিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মৃণাল কান্তি বিশ্বাস, শান্তি কুমার অধিকারী, বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের গভর্নিংবডির সদস্য শিমুল মোল্লাসহ অনেকে।

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকটি বাড়িতে একটি ফল ও ফুলের গাছ পৌঁছে দেওয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে আমরা বড়দিয়া-কালিয়া সড়কের খাশিয়াল ইউনিয়নের সীমানা পর্যন্ত ১৯৭১টি ফলজ, ওষধি ও ফুলের চারা রোপণ করছি। যেহেতু কাঠের গাছ সব জায়গায় আছে, তাই কাঠের কোন গাছ লাগানো থেকে বিরত রয়েছি।’

বিজ্ঞাপন

এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭১টি পরিবারের মাঝে একটি করে ফল ও ফুলের চারা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়িতেই ফল ও ফুলের চারা বিতরণ করা হবে।

সারাবাংলা/এমও

১৯৭১টি গাছ একাত্তর স্মরণ নড়াইল সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর