Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ২০:১৮

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: কাজিপুরে যমুনার চর এলাকায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক নারী। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন- স্থানীয় মাইজবাড়ী গ্রামের মনছের আলী ও নুরুজ্জামান শেখ।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, দুপুরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষক মারা যান এবং কৃষক নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন।

আনোয়ারা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। তাদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

২ কৃষকের মৃত্যু কৃষকের মৃত্যু বজ্রপাত যমুনার চর সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর