Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে ‘বন্দুকযুদ্ধ’, ‘জেএসএসের কর্মী’ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২১:৩০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম নিখিল কুমার দাস (৩৫)। তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃদুল কুমার দাসের ছেলে। নিহত নিখিল সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে জেএসএসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় সন্ত্রাসীর একটি গ্রুপ নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এসময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই নিখিল মারা যান।

কাপ্তাই সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, সকালে কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় গোলাগুলির ঘটনায় জেএসএসের এক কর্মী মারা গেছেন। বিকেলে তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সারাবাংলা/টিআর

জেএসএস নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর