Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন লাগবে

স্পেশল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৯:৩১ | আপডেট: ২৫ জুলাই ২০২২ ২১:৩০

ঢাকা: সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে অবশ্যই সবশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি ডাকঘরে সঞ্চয় ব্যাংক হিসাব খুলতেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চাইলে কিংবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চাইলে সবশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক হিসেবে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র, করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র বা উপকর কমিশনারের কাছ থেকে ইস্যু করা সনদপত্র লাগবে।

এর আগে আয়কর আদায় বাড়াতে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বেশকিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা আরোপ করা হয়। এগুলোর অনেক ক্ষেত্রে আগে কেবল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন সনদ) জমা দিলেই হতো। এখন থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর

আয়কর রিটার্ন পোস্টাল ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর