Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৮:২৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মানিগকঞ্জ সদর থানায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলা থেকে চোর চক্রের সদস্য জহিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী চক্রের আরও ২ সদস্য নুর মোহাম্মদ (২৮) এবং মহিদ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়। চোরচক্রের তিন সদস্যই ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা। এসময় ৫টি মোটরসাইকেল এবং ৩টি মাস্টার কি উদ্ধার করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এমও

উদ্ধার গ্রেফতার ৩ চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর