Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৪ ফ্লাইটে সাড়ে ২৩ হাজার হাজির দেশে প্রত্যাবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২৩:৩২

ফাইল ছবি: বৃহস্পতিবার রাতে বাংলাদেশি হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করেন ঢাকায়

ঢাকা: পবিত্র হজ পালন শেষে ৬৪টি ফিরতি হজ ফ্লাইটে ২৩ হাজার ৫২৬ জন হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রী দেশে ফেরেন।

রোববার (২৪ জুলাই) এক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব যান। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩০ হাজার ৬৪৫ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম

দেশে প্রত্যাবর্তন হাজি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর