Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে এবার হাত গেল বগুড়ার সুমির


২২ এপ্রিল ২০১৮ ২২:১০ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ২২:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় সুমি (৮) নামের এক শিশুর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান হাতটিও গুরুতর জখম হয়।

সুমি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের দুলাল খাঁনের মেয়ে। সে স্থানীয় ব্রাক স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, সুমি তার মায়ের সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছিল। শেরুয়া বটতলায় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সুমির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়, ডান হাতেও আঘাত পায়। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

এর আগে, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের প্রতিযোগিতায় হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর পর (১৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর বেতগ্রাম এলাকায় বাস ট্রাক সংঘর্ষে হৃদয় নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেই দিনই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এদিকে গত শুক্রবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় রোজিনা আক্তার (২২) নামে এক গৃহকর্মীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর পথচারীরা রোজিনা আক্তারকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আহত দুর্ঘটনা হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর