Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শন পুরস্কার বিতরণ করলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৬:১৫

ঢাকা: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ করলেন স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

রোববার (২৪ জুলাই) তার সংসদের কার্যালয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার্স সেক্রেটারিয়েট এর উদ্যোগে আয়োজিত ‘সিপিএ ১১০তম এনিভারসারি কম্পিটিশন ফর ইয়ুথ: হোয়াট উইল ইউর পার্লামেন্ট লুক লাইক ইন দ্য নেক্সট ১১০ ইয়ার্স’ শীর্ষক অনলাইন রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে সিপিএ বাংলাদেশ ব্রাঞ্চ হতে বিজয়ী নশীন আবরেশি পিও’র হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার বিজয়ীর পিতা রাকিবুল ইসলাম, মাতা সৈয়দা ইসমত আরা এবং পুরস্কার বিজয়ীর বোন রোমানা রেইন ডিউ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তি দেশের জন্য গৌরবের বিষয়।’

এ সময় স্পিকার পুরস্কার বিজয়ী নশীন আবরেশি পিও’কে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় অভিনন্দন জানান এবং ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, পুরস্কার হিসেবে সিপিএ থেকে এক’শ পাউন্ড এর চেক প্রদান করা হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষার্থীরা অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর