Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপত্তির মুখে পতাকার ছবি সরাল পাকিস্তান হাইকমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৫:৫৭ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৭:৫০

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে নিজেদের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সেই কাজটি আমাদের পছন্দ হয়নি।’ পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতে ফেসবুকের কভার ফটোটি সরিয়ে ফেলে পাকিস্তান হাইকমিশন।

রোববার (২৪ জুলাই) আসন্ন ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘পাকিস্তান প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে বলেছি- এটা আমাদের পছন্দ নয়। উত্তরে তারা বলেছে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।’ এ সময় ড. মোমেন নিজের মোবাইলে সাংবাদিকদের বেশ কয়েকটি দেশের সঙ্গে পাকিস্তানের পতাকার ছবিও দেখান তিনি।

ঢাকার পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় সমালোচনা। পরে পাকিস্তান হাইকমিশন পোস্টটির কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এরপর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ছবি নামিয়ে ফেলার জন্য গতকাল শনিবার (২৩ জুলাই) নির্দেশ দেওয়া হয়। এরপর আজ রোববার (২৪ জুলাই) দুপুরের পর ছবিটি তাদের পেজ থেকে সরানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এনএস

ড. এ কে আব্দুল মোমেন পাকিস্তান হাইকমিশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর