Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দুপাড়া ঘুরে দেখলেন বিএনপি নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৮:০০

নড়াইল: নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপি প্রতিনিধি দল।

শনিবার (২৩ জুলাই) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিএনপির পক্ষ থেকে ৫টি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং দু’টি মন্দিরে ২০ হাজার টাকা দেওয়া হয়।

বিএনপি নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হলেও সেগুলো বিচার হয় না। যে কারণে একই ঘটনা বারবার ঘটছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।’ হিন্দুপাড়ায় হামলার সময় পুলিশের নিরব ভূমিকারও অভিযোগ বিএনপি নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপুন রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে এই হামলা করা হয়।

সারাবাংলা/এমও

ক্ষতিগ্রস্ত নড়াইলে হামলা বিএনপি নেতা হিন্দু সম্প্রদায় হিন্দুপাড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর