Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও ৫০ হাজার প্যাকেট খাবার বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ২১:৪৪

ঢাকা: বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো এবং অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার (২০ জুলাই) এ বরাদ্দ দেয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সিলেট জেলার জন্য তিন হাজার, সুনামগঞ্জের জন্য পাঁচ হাজার, নেত্রকোনার জন্য তিন হাজার, কুড়িগ্রামের জন্য দুই হাজার ৯৪০, রংপুর জেলার জন্য দুই হাজার ৩৭, নীলফামারী জেলার জন্য দুই হাজার, হবিগঞ্জ জেলার জন্য তিন হাজার, মৌলভীবাজারের জন্য দুই হাজার ৯০০, কিশোরগঞ্জ জেলার জন্য তিন হাজার, ময়মনসিংহ জেলার জন্য দুই হাজার, জামালপুরের জন্য দুই হাজার, শেরপুরের জন্য দুই হাজার, ব্রাহ্মণবাড়িয়ার জন্য দুই হাজার, গাইবান্ধা জেলার জন্য তিন হাজার, বগুড়া জেলার জন্য দুই হাজার, সিরাজগঞ্জ জেলার জন্য তিন হাজার, লালমনিরহাট জেলার জন্য তিন হাজার, ফেনীর জন্য এক হাজার ৬৩২, গোপালগঞ্জের জন্য এক হাজার ৮০০, খুলনার জন্য এক হাজার এবং বাগেরহাটের জন্য এক হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

বিজ্ঞাপন

বরাদ্দকৃত শুকনো ও অন্যান্য খাবার শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে ।

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্ষতিগ্রস্ত ত্রাণ বন্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর