Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ২৫৬টি পরিবার পাবেন জমিসহ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৬:১৮

নরসিংদী: মুজিববর্ষ উপলক্ষে জেলায় আরও ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

বুধবার (২০ জুলাই) দুপুরে এক মত বিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আবু নইম মোহাম্মদ মারুফ খান এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে আবু নইম মোহাম্মদ মারুফ খান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’— প্রধানমন্ত্রীর এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে নরসিংদীতে ২৫৬টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী এক যোগে ৩য় পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ইবনুল হাসান ইভেন, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্সহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

আশ্রয়ণ প্রকল্প নরসিংদী মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর