Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন আরও ২১৬৯ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ২৩:৫৭

ফাইল ছবি: বৃহস্পতিবার রাতে বাংলাদেশি হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করেন ঢাকায়

ঢাকা: পবিত্র হজ পালন শেষে আরও ২ হাজার ১৬৯ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন। এ নিয়ে শনিবার রাত ২টা পর্যন্ত ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ৬ হাজার ৫০১ জন হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আটটি, সৌদি এয়ারলাইন্সের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি বিমানে এসব হজ যাত্রী দেশে ফিরেছেন। রোববার (১৭ জুলাই) হজ অফিসের এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশের হাজি ড. মোজাম্মেল হককে মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও মদিনা হজ অফিসে কর্মরত চিকিৎসকরা তার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের ফিরিয়ে আনার জন্য হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব যান। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৫ হাজার ৩৭২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আর সেখানে এ পর্যন্ত বাংলাদেশের ছয় নারীসহ মোট ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। যাদের মধ্যে মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় তিন জন ও জেদ্দায় এক জন হজযাত্রী ইন্তেকাল করেন। আর গত ১৬ জুলাই ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। [সূত্র: বাসস]

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

দেশে বুলেটিন হাজি

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর