‘৪২% দরিদ্র মানুষের দেশে টানেল-থার্ড টার্মিনাল কী দরকার’
১৭ জুলাই ২০২২ ১৬:৪০ | আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৮:৫৮
ঢাকা: ‘৪২ শতাংশ দরিদ্র মানুষের দেশে টানেল-থার্ড টার্মিনাল কী দরকার?’— এমন প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৭ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন করেন। বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চরিত্রগত একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে দুর্নীতি। তারা যখনই ক্ষমতায় আসে তখন চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়। আজ গোটা দেশের চিত্র যেটা দেখছেন, শুধুমাত্র দুর্নীতি। দুর্নীতি এমন একটা জায়গায় চলে গেছে যে, জায়গাটা নো রিটার্ন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘অর্থনীতিতে একটা কথা আছে, কাট ইউর কোট একরডিং টু ইউর ক্লথ। আপনি সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বলাই হয় যে, তোমার পায়ের যে মাপ সেই মাপের চেয়ে বড় মাপের জুতা পড়ো না কখনো। তাহলে তুমি হাঁটতে পারবে না। এখানে ঘটনাটা সেটাই দাঁড়িয়েছে। যেটা নিতে পারবে, যেটা কনটেইন করতে পারবে ইকোনমি, তার বাইরে গিয়ে ঋণ করে মেগা প্রকল্পের কাজ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বাড়ছে, মূদ্রাস্ফীতি বাড়ছে, রিজার্ভ নেই। এটা বললে তারা অসন্তুষ্ট হয়। তারা চিৎকার করে বলতে থাকে, না। কিন্তু কাদের সাহের কিছুদিন আগে বলেছেন যে, শঙ্কা আছে। এখানে একজন খুব ভালো কথা বলেছেন- শঙ্কা নয়, এটা ঘটবে; তোমরা যদি শিক্ষা না নাও।’
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এখনো বহু এলাকায় ২১ শতাংশ মানুষ দুই বেলা খেতে পায় না- এটা পত্রিকায় এসেছে। ফুড সিকিউরিটির ওপরে ইন্টিগ্রেটেড রিসার্চের প্রকাশিত ফলাফলে বলা হয়েছে যে, বাংলাদেশের বেশ কয়েকটা জেলা তার মধ্যে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রাঙ্গামাটি— এই সমস্ত এলাকায় ২১ শতাংশ লোক দুই বেলা খেতে পায় না। পাশাপাশি সারাদেশের ২১ শতাংশ মানুষ দুই বেলা খেতে পায় না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সেই দেশে কী দরকার পড়েছে এখন থার্ড টার্মিনাল করতে হবে, কী দরকার পড়েছে টানেল তৈরি করতে হবে, কী দরকার পড়েছে চিটাগাং-ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে করতে হবে..। এসব কাজ ওই যে সিঙ্গাপুর বানানোর আকাঙ্ক্ষা। তাতে কী হচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে। টাকাটা কার? এটা জনগণের টাকা তো, আমার পকেটের টাকা। প্রতিটি জায়গায় আমি যে ট্যাক্স দিই সেই টাকা।’
সেই টাকায় গরিবদের ভাত না দিয়ে, অন্ন না দিয়ে এসব মেগা প্রজেক্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম