নেতা হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক
১৪ জুলাই ২০২২ ১৩:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:০০
পদত্যাগী বরিস জনসনের জায়গায় ব্রিটেনের রক্ষণশীল দলের নেতা কে হবেন তা নিয়ে দলের মধ্যে প্রথম রাউন্ড ভোটগ্রহণ শেষে ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ঋষি সুনাক।
ক্ষমতাসীন দলের এমপিরা আগামী সপ্তাহ পর্যন্ত নেতা নির্বাচনে ভোট দেবেন। বুধবার (১৩ জুলাই) ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পাওয়া দুই প্রার্থী দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন। পরের রাউন্ডে আরও দুই নেতা দৌড় থেকে ছিটকে যাবেন। চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ভোটাভুটি হবে। সেখানে যিনি জিতবেন, তিনিই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
বুধবারের ভোটাভুটিতে ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্ট পেয়েছেন ৬৭ ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৫০ ভোট। এছাড়া, জেরেমি হান্ট এবং নাধিম জাহায়ি সবচেয়ে কম ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের বাইরে চলে গেছেন।
ঋষি যে শুধু সবচেয়ে বেশি এমপির সমর্থন পেয়েছেন, তাই নয়। দ্বিতীয় স্থানে থাকা মরডেন্টের তুলনায় তিনি ২১ ভোট বেশি পেয়েছেন। জনসনের পর কে প্রধানমন্ত্রী হবেন, তা ঘোষণা হবে ৫ সেপ্টেম্বর।
সারাবাংলা/একেএম