ইদের দ্বিতীয় দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
১১ জুলাই ২০২২ ১৩:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:০১
কুয়াকাটা (পটুয়াখালী): ইদুল আজাহার দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারও দর্শনার্থী। গতকাল বোরবার (১০ জুলাই) বিকেল থেকেই সমুদ্র সৈকতে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা।
সরেজমিন ঘুরে দেখা যায়, সৈকতের ঝাউবাগান, শুটকি পল্লি, রাখাইন মার্কেট, গঙ্গামতী ও লেম্বুরবনসহ বিভিন্ন দর্শনীয় স্থানে অনেক পর্যটকদের উপস্থিতি রয়েছে। বেশ কিছু বিদেশি পর্যটকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সমুদ্রের নোনা জলে সাঁতার কেটে আনন্দে মাতেন তারা।
এ সকল পর্যটকের ভিড়ে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। পদ্মা সেতুর চালুর ফলে আগের তুলনায় পর্যটকদের সংখ্যা অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কোরবানির ইদের ছুটিতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে ঘুরতে আসা এসব পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সারাবাংলা/এনএস