Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীচাপ কম থাকলেও গুণতে হচ্ছে বেশি ভাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ১৩:৩৫ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১৭:৩৭

ছবি: সারাবাংলা

গাজীপুর: আগামীকাল রোববার (১০ জুলাই) সারাদেশে পালিত হবে ইদু আজাহা। পরিবার-পরিজনের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ শনিবার (৯ জুলাই) ঢাকা ছাড়ছেন অনেকেই। তবে ভোগান্তির শেষ নেই সড়কপথে রওনা হওয়া যাত্রীদের। ইদযাত্রার শেষ দিনে যাত্রীর চাপ কম থাকলেও গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

শনিবার রাজধানীর আব্দুল্লাহপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের মতো আজও বাড়তি ভাড়ার একই চিত্র। ৪০০ টাকার ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়া যাত্রীদের অভিযোগ সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

তবে অতিরিক্ত ভাড়া আদায় করলেও দক্ষিণাঞ্চলের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। ইদের আগে পদ্মা সেতু খুলে দেওয়ায় অন্যবারের তুলনায় ভোগান্তি লাঘব হয়েছে অনেকাংশে- এমনটাই বলছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফেরির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না যাত্রীদের, এজন্য তারা অনেক বেশি আনন্দিত।

এ বিষয়ে বাসচালক ও কাউন্টার মাস্টাররা জানান, যাত্রী নামিয়ে ফেরত আসার সময় গাড়ি খালি নিয়ে আসতে হবে। তাই ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া চাওয়ায় ট্রাকে ও কাভার্ডভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন অনেকে, ছবি: সারাবাংলা

অতিরিক্ত ভাড়া চাওয়ায় ট্রাকে ও কাভার্ডভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন অনেকে, ছবি: সারাবাংলা

কাউন্টারগুলোর সামনে দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা চলাচল করলেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। শুধু আব্দুল্লাহপুরই নয়, গাজীপুরের টঙ্গীতেও একই চিত্র দেখা গেছে। ঢাকা-সিলেট সড়কে টঙ্গী স্টেশন রোড এলাকায় যাত্রীদের কাছ থেকে অনেকটা বাধ্য করেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া না দিলে মিলছে না টিকিট। কাউন্টার থেকে বলা হচ্ছে সিট নেই, আবার অতিরিক্ত ভাড়া দিলেই ব্রাক্ষণবাড়ীয়ামুখী কিছু পরিবহন কাউন্টারের মাস্টাররা ম্যাজিকের মতো সিটের ব্যবস্থা করে দিচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা।

বিজ্ঞাপন

এদিকে বাস কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া দাবির ফলে অনেকে ট্রাকে ও কাভার্ডভ্যানে অনেকটা ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। রাজধানীর আব্দুল্লাহপুরে দেখা গেছে, ভাড়া নিয়ে দরকষাকষির পর যাত্রীদের টেনেহিঁচড়ে ট্রাকে তোলা হচ্ছে। তবে গতকালের (৮ জুলাই) তুলনায় আজ যাত্রীদের চাপ কম। ফলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি শুনেছি। তবে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি নজরদারিতে রাখছি, এমন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

ইদু আজাহা কোরবানির ইদ গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর