বিজয় দিবসে সাইকেল মহাযাত্রা
১৬ ডিসেম্বর ২০১৭ ১০:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৯
মাজেদুল হক তানভীর
বিজয় দিবসের সকালটা ছিল অন্যরকম। রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সাইকেল বেলের ক্রিং ক্রিং শব্দ আর মুখে মুখে জয় বাংলা স্লোগান। উৎসব আমেজে বিজয় দিবসের সাইকেল শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন একঝাঁক তরুণ-তরুণী। ঢাকা মহানগরের প্রায় এক হাজার কিশোর-তরুণ-তরুণী সাইকেল নিয়ে হাজির হয়েছিলেন এ আয়োজনে।
সাইকেল শোভাযাত্রাটির আয়োজন করে বিডি সাইক্লিস্ট গ্রুপ। বিজয় দিবসের কয়েকদিন আগে থেকেই ফেসবুকে প্রচারণা চালায় গ্রুপটি। ফেসবুক ইভেন্টে সবাইকে উৎসাহিত করা হয়েছিল র্যালিতে অংশ নিতে। লাল-সবুজ কিংবা বাংলাদেশকে উপস্থাপন করে এমন পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রচারণায়।
শোভাযাত্রায় আসা অসিফ ইউসুফ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ৭১ এর বিজয় দেখিনি, তবে মাইলের পর মাইল লাল-সবুজের বন্যা দেখেছি। এ এক অসাধারণ দৃশ্য, আমার জীবণের স্মরণীয় এক মুহূর্ত!’
সকাল আটটায় শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধানমন্ত্রী কার্যালয়, হাতিরঝিল, গুলশান-১, কারওয়াবাজার হয়ে আবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হয়।
সারাবাংলা/এমএইচটি