Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৬:২৯ | আপডেট: ৭ জুলাই ২০২২ ১৭:০৩

নোয়াখালী: বেগমগঞ্জে কথা কাটাকাটির একপর্যায়ে হাসিবুল বাশার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নিজ দলের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১টায় গোপালপুর ইউনিয়নের বাংলাবাজার-গোপালপুর রোডের মবুল্লাহপুর তিন রাস্তার মোড়ে সুবহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল বাশার বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, ‘দলীয় কোন্দলের কারণে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের হাসান, মাসুমসহ ৭ থেকে ৮ জন হাসিবকে ছুরি দিয়ে মাথায় ও গলায় মারাত্মক আঘাত করে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা ছাত্রলীগ নেতা টপ নিউজ বেগমগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর