রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি’র সংলাপ শুরু ১৭ জুলাই
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২২ ১৭:০৭ | আপডেট: ৬ জুলাই ২০২২ ১৮:৪৮
৬ জুলাই ২০২২ ১৭:০৭ | আপডেট: ৬ জুলাই ২০২২ ১৮:৪৮
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই থেকে এই সংলাপ শুরু হবে; চলবে ৩১ জুলাই পর্যন্ত। বুধবার (৬ জুন) নির্বাচন কমিশন সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
এর আগে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলেও দেশের প্রধান দল বিএনপি তাতে অংশ নেয়নি।
সারাবাংলা/জিএস/পিটিএম