Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২০:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দশ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) ভোরে উপজেলার বিবিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার।

গ্রেফতার মোহাম্মদ কামরুল হাসান (২৫) ফটিকছড়ি পৌরসভার বায়তুন নূর মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদরাসার শিক্ষক। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার সারাবাংলাকে জানান, মাদরাসার নাজেরা বিভাগের এক ছাত্রকে গত ২৪ জুন ও ৩০ জুন দুই দফায় প্রতিষ্ঠানটির রান্নাঘরে নিয়ে যৌন নির্যাতন করে কামরুল। ওই ছাত্র বিষয়টি তার বাবাকে জানায়। এরপর বাবা ফটিকছড়ি থানায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ওই শিক্ষক পালিয়ে যায়। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

সোমবার কামরুলকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম মাদরাসাছাত্র যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর