Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক-মহাসড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৮:১৯ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২০:১৬

ঢাকা: ইদুল আজহা সামনে রেখে সড়ক-মহাসড়কে যেন কোরবানির পশুর হাট না বসে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। ফিটনেস বিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না। এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে। প্রতিটি জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।

রোববার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ইদুল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। তিনি নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভায়।

পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে— এ বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইদ সামনে রেখে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।

সড়ক পরবিহনমন্ত্রী মনে করছেন, এবারের ইদে বৃষ্টি, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাটের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এসব চ্যালেঞ্জ উত্তরণে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সব অংশীজনকে নিয়ে সমন্বয় সাধনের নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইদে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। তাই ঘরমুখী মানুষকে পরিবহনে যাতায়াতের সময় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে।

সড়কে যাতায়াতে সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সড়কে গাড়ি যেন বিকল না হয়, সেদিকে পরিবহন সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়ামাত্রই কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। ইদের আগে যতটা সতর্ক থাকা হয়, ইদের পরে ততটা সতর্ক না থাকায় সড়কে দুর্ঘটনা বেশি হয়। তাই এ বিষয়েও নজর দিতে হবে।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী ইদ উপলক্ষে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান। এছাড়া একটি মহল দেশে বিশৃঙ্খলা তৈরি করতে তৎপর জানিয়ে তাদের থেকেও সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করতে পারব।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/টিআর

ওবায়দুল কাদের টপ নিউজ পশুর হাট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর