Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের অবহেলার কারণেই দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ১৮:২২

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি সরকারের অবহেলার কারণেই, বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১ জুলাই) মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এই যে করোনাভাইরাস চতুর্থবারের জন্য আবার সংক্রমিত হচ্ছে। এটা সরকারের অবহেলার কারণেই। আমাদের দেশের আগে চীনে নতুন করে আবার এই ওয়েভ সৃষ্টি হয়েছিলো। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ করা হয়নি, এটাকে কোনো রকমের পাত্তা দেওয়া হয়নি।’

‘আজকে দেশে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। আমাদের নেতারা আক্রান্ত হচ্ছেন, দেশবাসী আক্রান্ত হচ্ছেন। এখানেই সরকারের ব্যর্থতা এবং এখানেও তাদের অসাবধানতা, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের আশু আরোগ্য কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্যা কবলিত অঞ্চলের দুর্ভোগের চিত্র বর্ণনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ প্রলঙ্করী বন্যা সিলেট অঞ্চলে হয়েছে এটা ১২২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। গতকাল থেকে আবার সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আসছে আমাদের উপরের দেশ থেকে। আমাদের দেশের ৫৪টা নদীর উজানে বাঁধ দেওয়া আছে।’

‘বর্ষাকালে যখন অতি বৃষ্টি হয় তথন তাদের(ভারত) স্বার্থে একসাথে সব গেট খুলে দেওয়া হয় এবং সব পানি বাংলাদেশে এসে পড়ে। যে সময়ে আমাদের পানির প্রয়োজন নাই তখন আমাদের ভাসিয়ে দেওয়া হয় আর যখন প্রয়োজন তখন বাংলাদেশের নদীগুলো স্বাভাবিক পানি প্রবাহ থাকে না, নদ-নদীগুলো মরা নদীতে পরিণত হয়। আমাদের কৃষি, আমাদের জীব-বৈচিত্র্য চরমভাবে বিপর্যস্ত হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকে যারা সরকারে আছে তারা জনগণের সরকার নয়, তারা জনগণের কথা চিন্তা করে না, তারা শুধু নিজের স্বার্থ চিন্তা করে। কীভাবে ক্ষমতায় থাকবো সেই কৌশল করে।’

‘বন্যা হচ্ছে- এ নিয়ে প্রতিবেশি দেশের সাথে কথা বলার দরকার ছিলো। কিন্তু তারা (সরকার) তা পারছে না। কারণ এই সরকারের পররাষ্ট্র নীতি নতজানু। সেজন্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। আজ সরকার ক্ষমতায় থাকার জন্য যাকে ইচ্ছা ছাড় দিচ্ছে আর জাতীয় স্বার্থকে ক্ষুন্ন করছে।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য রফিকুল আলম মজনুর সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

করোনা সংক্রমণ টপ নিউজ ফের  বাড়ছে সরকারের অবহেলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর