Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ যুগ পর চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রলীগের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৯:০০ | আপডেট: ৩০ জুন ২০২২ ১৯:১০

চট্টগ্রাম ব্যুরো: এক যুগ পর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের দুই শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের জন্য দুই শাখার জন্য দু’টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে নগর ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সই করা কমিটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়েছে।

ইমরান আহমেদ ইমু সারাবাংলাকে বলেন, ‘সিটি কলেজের দিবা ও বৈকালিক শাখার জন্য ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। তথ্যগত ভূলের কারণে যদি কোন অছাত্র, প্রাইভেট কোর্স, সার্টিফিকেট কোর্সের কোনো শিক্ষার্থী আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তার পদ শূন্য বলে গণ্য হবে।’

২০১০ সালের ২৯ মার্চ সর্বশেষ সিটি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছিল বলে জানান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তবে ওই কমিটিতে শুধুমাত্র সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল।

সিটি কলেজ ছাত্রলীগের দিবা শাখায় আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আলী মিঠুকে। ২২ জন হয়েছেন যুগ্ম আহ্বায়ক। এরা হলেন- অভি শীল, মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, মোশারফ হোসেন ফয়সাল, শহিদুল ইসলাম বিজয়, জয়নাল আবেদীন, মোহাম্মদ আফসার, আয়মান আসওয়াফ শাহ চৌধুরী, মাঈনুদ্দিন হাসান ইমন, সাদমান সানজিদ ফাহিম, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাইনুল হোসাইন রাব্বি, ফখরুল হাসান নয়ন, মেহেদী হাসান সনন, আকবর জুয়েল, আবু মোহাম্মদ হোসাইন অভি, আরাফাত মহিউদ্দিন, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম সাগর, ওয়াহেদ সাজ্জাদ জীবন, সৈয়দ সুলতান ফাহিম, মোহাম্মদ সজীব এবং ফাহিমুল ইসলাম ইরফান।

বিজ্ঞাপন

যারা সদস্য হয়েছেন- আনছার মিয়া হৃদয়, মীর কাশেম, ইমরান নয়ন, তারেকুল ইসলাম, আব্দুর রহিম আকাশ, আহসান হাবিব, মিঠুন দেব বর্মণ, কামরুল হাসান, মেহেদী হাসান, জহিরুল ইসলাম সোহেল, স্বরূপ সেন, সাজ্জাদ হোসেন সুমন, হাদী মো. ফাহিম আবরার, ইশতিয়াক হায়দার রাহাত, নওশাদুল আলম, মো. সবুজ, সাইফুল ইসলাম, নাইমুল হাসান তানবীর, ফরহাদুল ইসলাম, নাজমুল হক নোমান, এস এম তানিম, আব্দুল্লাহ আল মাসউদ, মো. হানিফ, শামীম উদ্দিন, আলাউদ্দিন খান, ইয়াসিন আরাফাত অনি, শাহাদাত হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফজলুর রহমান ফাহিম, শান্তু ধর, অরূপ দাশ, নাঈম উদ্দিন, মারুফ হোসেন সাজ্জাদ, নজরুল ইসলাম রনি, রিপন বড়ুয়া, রাইসুল ইসলাম, আশিক ইবনুল, মো. ইমরান, ফাহিম মোস্তফা, রাজু আহমেদ, মাহিন ইয়াসির, সাঈদ ইব্রাহিম জয়, নুর উদ্দিন ফাহিম, আশরাফুর রহমান, রাসেল উদ্দিন, মো. সাজু, ওয়াশিংটন দত্ত, মোহাম্মদ রায়হান উদ্দিন রাজন, অর্ণব গুপ্ত, মোহাম্মদ দেলোয়ার, শাহাদাত হোসেন আরিফিন, মমতা আফরোজ প্রিয়াংকা, পূজন সরকার, কামরুল ইসলাম ইশান, বিনয় দে, হেলাল উদ্দিন ইমন, রফিকুল ইসলাম, অনিক দে, এনামুল হক, কামরুল হাসান মাহফিল, মাহবুবুর রহমান সাকিব, সোহেল রানা, মাশুক আল মাসুদ, তন্ময় দেব বর্মণ, শোয়াইব হোসাইন, মোস্তাক আহম্মেদ মুন্না, কৃষ্ণ ঘোষ, ফরহাদ খান ইরফান, শফিকুর রহমান শামীম, মো. আরিফ, শাহজালাল টিপু, রবিউল হোসেন ফাহিম, জাবেদ ইসলাম, শচীন দাশ, শিশির কুমার দে, তানভীর আহমেদ, জিয়াউল আনসার, এস এম নাহিদুল ইসলাম, শেখ মো. নাইম উদ্দিন, রবিউল হোসেন, সাইদুল ইসলাম, আহমেদ বায়েজিদ বোস্তামি, রিয়াজ উদ্দিন, দুর্জয় নাথ, নুর উদ্দিন, হাবিব খান, মিনহাজুল আবেদীন, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ নাঈম, সেফায়েত উল্লাহ, রাহুল দাশ, তুষার আহমেদ, তাহসিন আকবর, হাবিব হোসেন রিপন, আব্দুর রহমান, শান্ত কারন, হারুনুর রশীদ সামীউল, ইমরানুল ইসলাম তুহিন, সাজ্জাদ হোসাইন রিয়াদ, আল কিবরিয়া তুষার, প্রান্ত চৌধুরী, জুয়েল রানা, দীপ বিজয় ঘোষ, সাইফুল ইসলাম, আল মামুন খান সজীব, অভিমিত্র রাজ, জাহেদুল ইসলাম দিলহাজ, মামুন হোসেন, সাখাওয়াত হোসেন জিসান, মারজান আকতার, ফখরুল ইসলাম এমিল, রেহেনা আক্তার এনি, আল শাহরিয়ার সানভী, রবিন দে, মেহেসাম রুসলান চৌধুরী, অজয় মিত্র, আব্দুল্লাহ আল মাহমুদ জিবরান, রুবেল হোসেন, আল ওয়ারিশ খান, ইমরান হোসেন, সাঈদ উদ্দিন তানিম, রায়হান হোসেন, কাওসার আহমেদ, রিদওয়ান ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, আব্দুল্লাহ আল মামুন, কাজী সাজ্জাদ আবিদ, আরাফাত হোসাইন তানিম, আব্দুল্লাহ আল নোমান, তৌহিদুল রহমান সাকিব, শুভ চৌধুরী, ফাহিম শরীফ, আসিফুল হক সিফাত, সৈকত চৌধুরী, আবু তাহের ইমন, ফজলে আবিদ মোহাম্মদ আব্দুল্লাহ, এমরান হোসেন, জুমান মিয়া, তোফায়েল আহমেদ, আব্দুল মান্নান, অভি মিত্র, দীগন্ত দাশ, মোহাম্মদ পারভেজ, মো.আরশাদ, আহসান আশরাফ, প্রান্ত নাথ, মেহেদী হাসান ইরাফ, মোশারফ হোসেন চৌধুরী, আবু আফতাব, আফরান আহমেদ নিপু, বিপুল দাশ, মেহেদী হাসান ইফাজ, সাব্বির হোসেন শান্ত, সাখাওয়াত হোসেন সানি, আল আমিন মুহাম্মদ তাজনুর উদ্দিন, সালমান মাহমুদ ফাহিম, শাহাদাত হোসেন, মনিরুল হাকিম তাসনিম, জমিল উদ্দিন চৌধুরী রামীম, মনিরুল ইসলাম মুন্না, নাদিম খান ফেবিন, আব্দুল্লাহ আল নোমান, ফখরুল ইসলাম ফাহিম, আমজাদ মোছাদ্দিক শাকিল, আইনুল ইসলাম সাকিব, আবু জাহেদ হৃদয় এবং জয়ন্ত দাশ।

বিজ্ঞাপন

বৈকালিক শাখায় আহ্বায়ক হয়েছেন আশীষ সরকার নয়ন। নয়জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এরা হলেন- ইমতিয়াজ অনিক, আকবর খান, মেহেদী হাসান শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, মাঈন উদ্দিন হাসান, পলাশ চন্দ্র নাথ এবং কাজী মো. সোহরাব উদ্দিন।

যারা সদস্য হয়েছেন- মনির আহমেদ বিজয়, রাশেদুল ইসলাম মেনন, মামুনুর রশিদ সোহেল, আরিফ উদ্দিন, নজরুল ইসলাম টিপু, শেখ আসাদ, রবিন আহমেদ ইউনুছ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলম, মো. মোরশেদ, ওয়ালিদুল আলম পিয়াল, হৃদয় মল্লিক, হাসান আহমেদ রিপন, মাহমুদুল হাসান, ইশফাকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ হাসনাত, মোহাম্মদ ফরহাদ, তৌহিদুল আনোয়ার বিপ্লব, শেখ ফয়সাল আনান, ফয়সাল চৌধুরী, অভি সরকার, সুদীপ্ত আইচ অর্ক, মোহাম্মদ রাশেদ, মো. ইসরাফিল, আবুল কাশেম, আরমান উর রশিদ, নিলয় দাশ, ইব্রাহিম ইফতি, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ মাহমুদ শাকির, ইনজামানুল হক, শাহাদাত হোসেন নাঈম, রায়হান উদ্দিন, তারেকুল হক তারেক, আলতাফ হোসেন, মাহফুজ আনোয়ার দিপু, ইয়াসিন রিয়াদ, আলী নেওয়াজ রাকিব, বদরুল হোসেন, মো. আখতারুজ্জামান, সজীব কান্তি দাশ, হুমায়ুন উদ্দিন, ইফতিয়াজ আবেদীন চৌধুরী, রাহিন হাসান, নাজিম উদ্দিন, সাঈদ ইনান নাসিফ, মোহাম্মদ মিরাজ, আরাফাত আলমগীর, সৈকত কুমার দে, সিজান দে, শহিদুল ইসলাম, রানা হামিদ, রাফিউল আলম তাকিব, মামুন হোসেন আরিয়ান, মো. ইব্রাহিম, কোরবান আলী, তৌহিদ রাফি, হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম শাওন, রাকিবুল হাসান, আফরাহিম আলী, মোহাম্মদ ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, ইমন হাকিম ইসবা, আখতার উজ জামান, ইমাম হোসেন ফাহিম, মোহাম্মদ সানি, মোহাম্মদ তারেক হোসেন এবং মোরশেদ আলম।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম ছাত্রলীগ সিটি কলেজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর