Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ১৫:৩৮ | আপডেট: ২৮ জুন ২০২২ ১৫:৪৭

যশোর: বেনাপোলে বিদেশি ভিসা লাগানো অবস্থায় ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার রাতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ থেকে অনেকগুলো কসমেটিক্স ও থ্রিপিস উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার ওপর একজন ব্যক্তিকে দেখতে পাই এবং ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়।

এসময় তার সঙ্গে থাকা ২ টি ব্যাগের মধ্যে ৫টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্য মালামাল সামগ্রীসহ তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম মো. ইউসুফ আলী শেখ (২৭)। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁওয়ে।

আটক ভারতীয় নাগরিক, বিভিন্ন মালামাল ও ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

বাংলাদেশি পাসপোর্ট বেনাপোল ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর