Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৬:৫৬ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৯:০২

ফাইল ছবি

ঢাকা: বেশকিছু দিন নিম্নমুখী থাকার পর অবশেষে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের দুই পুঁজিবাজার। সোমবার (২৭ জুন) দেশের দুই পুঁজিবাজারেই সূচকের ঊত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। সেইসঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে ৩৮২টি কোম্পানির ১৮ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছ ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭০০ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন রোববার (২৬ জুন) ডিএসইতে লেনদেন হয় ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২০ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮০ পয়েন্টে, ডিএসইএ-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২৮৫ পয়েন্টে নেমে আসে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ২৯০টি কোম্পানির ১ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৪৯১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সিএসইতে লেনদন হয়েছিল ২১ কোটি ৬৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর