Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিক বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২ ১৮:১৯ | আপডেট: ২৫ জুন ২০২২ ২২:২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার পর সেখানকার বেশ কিছু অঙ্গরাজ্যে গর্ভপাত ক্লিনিকগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে। ৫০ বছর ধরে চলমান রো বনাম ওয়েড মামলার রায়ে সুপ্রিম কোর্ট দেশটির প্রায় অর্ধেক অঙ্গরাজ্যই শিগগিরই গর্ভপাতের ওপর বিধিনিষেধ দিতে যাচ্ছে।

ইতোমধ্যেই, ১৩ অঙ্গরাজ্যে গর্ভপাতকে অপরাধ হিসেবে গণ্য করতে আইন-সংবিধান সংশোধনের মতো পদক্ষেপ নিয়েছিল। সুপ্রিম কোর্টের আদেশে এখন সেগুলো কার্যকর হবে। প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান অধ্যুষিত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে দুঃখজনক ভুল হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ওই আদেশের পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে গর্ভপাতের অধিকারের পক্ষে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা-জানালায় ধাক্কাধাক্কি শুরুর পর পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ নারীদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে।

যেসব রাজ্যে গর্ভপাত বৈধ থাকবে, অন্য রাজ্যগুলো থেকে সেখানে নারীদের যেতে যেন বাধার মুখে পড়তে না হয় তা নিশ্চিতে এবং গর্ভনিরোধক ও ১০ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধে বিভিন্ন ওষুধ সহজে পেতে পারে সেজন্য বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের রাজ্য ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ওরেগনের গভর্নরার অন্য রাজ্য থেকে গর্ভপাত করাতে আসা রোগীদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের মতো কিছু কিছু রাজ্যের বাসিন্দাদের মধ্যে গর্ভপাতের পক্ষে-বিপক্ষে সমর্থন প্রায় সমান সমান। এসব রাজ্যে প্রত্যেকটি নির্বাচনের ফলের উপর সেখানে গর্ভপাত বৈধ থাকবে কিনা তা নির্ভর করতে পারে।

সারাবাংলা/একেএম