Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম নারী ইউএনও পেল দেশের সবচেয়ে বড় উপজেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ১৭:৩৭ | আপডেট: ২৩ জুন ২০২২ ১৭:৪৩

রাঙ্গামাটি: দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন রোমানা আক্তার।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার প্রশাসনিক কার্যালয়ে প্রথম নারী ইউএনও হিসেবে কাজ শুরু করেন তিনি। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোমানা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে এই উপজেলায় যোগ দিয়েছেন রোমানা।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রোমানা আক্তার বলেন, আমি প্রথম নারী ইউএনও হিসেবে বাঘাইছড়ি উপজেলায় এসেছি। এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। অনেক ভালোলাগারও একটি বিষয়।

রোমানা বলেন, এখানে পাহাড়ি-বাঙালি আছে। আর বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির দেশে পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়ে আমি মিলেমিশে কাজ করতে চাই। যারা এখানে আছেন, সবার সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলার যেসব সমস্যা, সেগুলো যথাসম্ভব নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব।

সারাবাংলা/টিআর

প্রথম নারী ইউএনও বাঘাইছড়ি উপজেলা রোমানা আক্তার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর