Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাতিজিকে বিরক্তের প্রতিবাদ, যুবলীগ নেতাকে কোপালেন সন্ত্রাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৯:০৪ | আপডেট: ২২ জুন ২০২২ ২১:৩১

ঢাকা: স্কুল শিক্ষার্থী ভাতিজিকে রাস্তা আটকিয়ে বিরক্ত করতো সন্ত্রাসীরা। কিন্তু এর প্রতিবাদ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেনকে বেধরক কুপিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার (২২ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর আদাবর ৬ নম্বর ওয়ার্ডের হান্নান স্টোরের সামনে এ ঘটনা ঘটে। পরে আমির হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আমির হোসেনের অবস্থা ক্রিটিক্যাল। তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে। বর্তমানে তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী যুবলীগ ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমির হোসেনের ভাতিজি স্কুলে যাতায়াতের সময় প্রতিদিন একটি সন্ত্রাসী গ্রুপের কয়েকজন যুবক রাস্তা আটকিয়ে বিরক্ত করে আসছিল। আজ বিকেল ৩টার দিকে দুই ভাই-বোন (ভাতিজি ও ভাতিজা) স্কুল থেকে ফেরার পথে ৬ নম্বর ওয়ার্ডের হান্নান স্টোরের সামনে তাদের আটকায় চিহ্নিত সন্ত্রাসী বাতেন, ইদ্রিস, মধু, শামীম, মেহেদীসহ বেশ কয়েকজন। এর পর তারা ভাতিজিকে বলে আজ কাকে নিয়ে আসছো? এই ছেলে কি তোমার স্বামী? একথা শুনে বড় ভাই আল আমিন প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিনকে বেধরক মারপিট করে ওই যুবকরা।’

তিনি বলেন, ‘পরে ভাতিজা আল আমিনকে ফোন করে বিষয়টি জানালে আমির হোসেন সেখানে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমির হোসেনকে বেধরক কোপাতে থাকে সন্ত্রাসীরা। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।’

বিজ্ঞাপন

জানা যায়, যারা কুপিয়েছে তারা সবাই কাউন্সিলর হাসুর অনুসারী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ ব্যাপারে জানতে কাউন্সিলর হাসুকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

জানতে চাইলে আদাবর থানার উপ-পরির্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘মারধরের ঘটনায় সবাই চিকিৎসা নিচ্ছেন। একটা অভিযোগ জমা পড়েছে। রাতে মামলা হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আদাবর টপ নিউজ ভাতিজিকে বিরক্তের প্রতিবাদ সন্ত্রাসী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর