Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে মিলল ফেলে যাওয়া নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৫:৩১ | আপডেট: ২২ জুন ২০২২ ১৫:৫৫

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সিটি স্ক্যান রুমের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স দুই থেকে তিন হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

বুধবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নবজাকতটিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন হাসপাতালে আসা রোগীর স্বজনরা। তারা বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের জানান। পরে তারা এসে মৃত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগের সিটি স্ক্যান রুমের পাশে কে বা কারা মৃত নবজাতকটি ফেলে যায়। প্রিন্টের কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল নবজাতকটি। যথাযথ ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, সিটি স্ক্যান রুমের পাশে বসে থাকা এক রোগীর স্বজন জানান, যেখানে নবজাতকটি রেখে যাওয়া হয়েছে সেখানে অন্য এক রোগীর লোকজন বসে বিশ্রাম করত। দুপুরে তাদের কাউকেই সেখানে আর দেখা যায়নি। তাদের বসে থাকার জায়গাটিতে মৃত নবজাতকটি পড়ে থাকতে দেখা যায়।

সারাবাংলা/এসএসআর/টিআর

ঢামেক হাসপাতাল নবজাতকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর