Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আশার আলো দেখেছে সিলেটবাসী: মেয়র আরিফ

সারাবাংলা ডেস্ক
২১ জুন ২০২২ ১২:৪১ | আপডেট: ২১ জুন ২০২২ ১৬:৪০

সিলেটের বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর উপস্থিতি অসহায় মানুষদের মধ্যে আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ তিনি এই মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী আপনার উপস্থিতির পর এখানকার মানুষ আশার আলো দেখতে পেয়েছে। তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে। আপনার এখানে আসার খবরের পর থেকেই মানুষ অনেক অশায় ছিলেন যে, প্রধানমন্ত্রী যেহেতু আসছেন তাহলে তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিবেন।

বিজ্ঞাপন

আমাদের সিলেট করপোরেশনের সকল কাউন্সিলররা একযোগে প্রতিটি ওয়ার্ডে বন্যার্তদের জন্য কাজ করেছেন। আমরা ৮০টি সেন্টার খুলেছি। আমাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন।

মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। দুই জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ ও নেত্রকোনা, কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ প্রধানমন্ত্রী মেয়র আরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর