Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২০:৫৭ | আপডেট: ২০ জুন ২০২২ ২১:০৫

নারায়ণগঞ্জ: ফতুল্লা ডিগ্রিরচর এলাকার গার্মেন্টসের থান কাপড় ও ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো- আলীরটেকের ডিগ্রিরচর এলাকার মোহাম্মদ আলী ও তার কর্মচারী ফয়সাল। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন।

পাশাপশি অন্য আরেক ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাবস্ত হওয়ায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মামলায় দুইজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- সোলেমান মিয়া ও মোহাম্মদ আলী হোসেন।

কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

সারাবাংলা/এমও

ঝুট ব্যবসায়ী ফতুল্লা যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর