‘বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে, প্রস্তুত সরকার’
১৮ জুন ২০২২ ১৯:২৯ | আপডেট: ১৮ জুন ২০২২ ২০:৩৬
ঢাকা: উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। এই পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রা মন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
শনিবার (১৮ জুন) সচিবালয়ের নিজ দফতরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ডা. মো. এনামুর রহমান বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জে আগামী দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। মঙ্গলবার ও বুধবার থেকে হয়তো সিলেট ও সুনামগঞ্জে পানি কমতে শুরু করবে। তবে ওই সময়ে দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দেবে।’
গত ১৪ জুন থেকে উজান থেকে নেমে আসা পানি ও বন্যায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ১০ জেলার ৬৪ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী বলেন, ‘১২২ বছরের রেকর্ড ভেঙেছে এবারের বন্যা ও পাহাড়ি ঢল। এবারের বন্যায় সিলেটের ৬০ শতাংশ প্লাবিত হয়েছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা পানিতে ডুবে গেছে। গত দু’দিনে চার ফুট করে আট ফুট পানি বেড়েছে ওই এলাকায়, যা চিন্তাতীত।’
মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌবাহিনী একসঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। শনিবার (১৮ জুন) রাতের মধ্যেই ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন ‘এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৮০ লাখ করে নগদ অর্থ দেওয়া হয়েছে। যা দিয়ে শুকনা খাবার কিনে বিতরণ করা হচ্ছে। এছাড়া দুই এলাকায় দেড় হাজার টন চাল পাঠানো হয়েছে। হাতে পাঁচ কোটি টাকা রয়েছে। আরও ২০ কোটি টাকা জিআর থেকে চাওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হচ্ছে। যে কারণে আমাদের দেশে আগামী দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। তারপরের দু’দিন পানি নামতে শুরু করবে।’
তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতির অবনতি ঘটলেও সবধরনের প্রস্তুতি রয়েছে। উদ্ধার কাজ চলছে। পর্যাপ্ত অর্থ খাদ্য রয়েছে। আশা করি একটা টেকশই অবস্থানে থাকতে পারব।
এনামুর রহমান বলেন, ‘দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সর্বক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনিটর করছেন। সব সময় খোঁজ নিচ্ছেন। তার দিক নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
উল্লেখ্য, বন্যার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম