ঢাবির সিনেটে এক্সপাঞ্জ ‘বাংলাদেশ জিন্দাবাদ’
১৬ জুন ২০২২ ২৩:৪২
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বিএনপিপন্থী এক শিক্ষক বক্তব্য শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিলে আওয়ামীপন্থী শিক্ষকদের বিরোধিতার পরিপ্রেক্ষিতে ওই স্লোগান এক্সপাঞ্জ করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জুন) সিনেটের বার্ষিক অধিবেশনে এই ঘটনা ঘটে।
বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ওবায়েদুল ইসলাম বাজেট অধিবেশন চলাকালীন তার দেওয়া বক্তব্য শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন।
বক্তব্য শেষ হতেই পয়েন্ট অব অর্ডার তুলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের বিষয়ে আপত্তি করেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারপারসন এবং আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। এ সময় আওয়ামীপন্থী নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা হট্টগোলে জড়ালে উত্তপ্ত হয় সিনেটের পরিবেশ।
অধ্যাপক শফিউল আলম বলেন, “তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে তার বক্তব্য শেষ করেছেন। জয় বাংলা বলেননি। অথচ জয় বাংলা একটি জাতীয় স্লোগান।” এজেএম শফিউল আলম ভূঁইয়ার বক্তব্য শেষে সিনেট সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এটা যদি তিনি বলে থাকেন তাহলে সেটা এক্সপাঞ্জ ঘোষণা করা হলো।’
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি পাকিস্তান আমলে ছিল। এটা পাকিস্তানি স্লোগান। সিনেটকে অস্থিতীশীল করার জন্য এই শব্দ ব্যবহার করা হয়েছে।’
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না বলে মন্তব্য করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া। এই মন্তব্যের সমালোচনা করেন ঢাবি শিক্ষকরা। তারা এই বক্তব্য এক্সপাঞ্জ করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করার অনুরোধ করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুরোধে ওই বক্তব্য এক্সপাঞ্জ করে নেন অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া।
সারাবাংলা/আরআইআর/পিটিএম
এক্সপাঞ্জ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জিন্দাবাদ সিনেট স্লোগান