Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২২:৫৩

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে নতুন সভাপতি হিসেবে নাজমুল হুদা (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। এর আগে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে রাশেদুল হাসান (দৈনিক নয়া শতাব্দী), যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম রুদ্র ( দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হিসেবে হাসান নাঈম (সারাবাংলা) ও দপ্তর সম্পাদক হিসেবে জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব ( ঢাকা টাইমস) আদনান হৃদয় ( দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ( ভারপ্রাপ্ত) অধ্যাপক জায়েদা শারমীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

শাবিপ্রবি সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর