Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে তরুণীকে গলা কেটে হত্যার অভিযোগে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ১৭:০৮ | আপডেট: ১৬ জুন ২০২২ ১৭:১০

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলায় তরুণী জান্নাতুল ফেরদৌস পাখিকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা নুরনবী (৪০) ও স্বপন (২৬) এবং অপর ২ আসামি জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা অলি উল্যাহ ওরফে মনির (৩৩),আবু সুফিয়ান (৩৫)। নিহত তরুণী উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার রাতে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘এ ঘটনায় নিহত তরুণীর ভাই শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, গতকাল বুধবার উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিনা হাজী বাড়িসংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, নিহত পাখি ডিভোর্সি ছিলেন, তিনি বাবার বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ দেখতে পায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গলা কেটে হত্যা গ্রেফতার ৪ তরুণী নোয়াখালী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর