Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার কোটি টাকার সার আমদানির প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৯:১৬

ঢাকা: দেশের সারের চাহিদা মেটাতে তিন দেশ থেকে বিভ্ন্নি প্রকারের ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সার আমদানিতে সরকারের ব্যয় হবে এক হাজার ৯৪ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

সভা শেষে জিল্লুর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আর আমিরাত থেকে ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ইউরিয়া সার ৬৭৮ দশমিক ৮৩ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৭৯ কোটি ২১ লাখ ১১ হাজার ২০০ টাকা।

তিনি বলেন, ‘আজকের সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন টিএসপি সার ৮৭৮ দশমিক ৭৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৬ষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ১ হাজার ১৪২ দশমিক ৫০ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২০ কোটি ৪৪ লাখ টাকা।’

বিজ্ঞাপন

অতিরিক্ত সচিব বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ৯১৪ দশমকি ৫০ মার্কিন ডলার হিসেবে মোট খরচ হবে ২ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার। যা বাংলাদেশি মুদ্রায় ২৫২ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনুমোদন সার আমদানি হাজার কোটি টাকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর