৭১ টিভির গাড়ি ভাঙচুর, ছাত্রলীগের এক জনকে অব্যাহতি
১৪ জুন ২০২২ ০৮:৪৫ | আপডেট: ১৪ জুন ২০২২ ১২:৪০
ঢাকা: আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফটকে বেসরকারি চ্যানেল ৭১ টিভির গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন যুবক। প্রাথমিকভাবে করা তদন্তে এই ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুন) সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ঘটনা অবহিত করা হয়েছে। ওই যুবকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো নিউজ প্রকাশ করায় ক্ষোভ থেকে কিছু শিক্ষার্থী গাড়ি ভাঙচুর করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। তবে আগামীকাল (মঙ্গলবার, ১৪ জুন) দুপুরের মধ্যে বিষয়টি সুরাহা না হলে আমরা ব্যবস্থা নেবো।’
৭১ টিভির গাড়ি চালক মো. আলামিন জানান, ভার্সিটির ফটকের পাশে গাড়ি পার্ক করে দোকানে চা পান করছিলেন। এসময় রিপোর্টাররা ভেতরে ছিলেন। হঠাৎ ৮ থেকে ১০ জন যুবক বিশ্ববিদ্যালয় ফটকের পাশ থেকে গাড়ি সরিয়ে নিতে বলেন। তখন আমি তাদের কাছ থেকে দুই মিনিট সময় চাইলে তারা উত্তেজিত হয়ে যায়। পরে লাঠিসোটা নিয়ে এসে গাড়ি ভাঙচুর করে সেখান থেকে চলে যায় তারা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘রাত ৯টা ৩০ মিনিটের দিকে হওয়া এই হামলায় প্রাথমিকভাবে করা তদন্তে নাম উঠে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দফতর সম্পাদক এ এম নূর ঊদ্দীন হোসাইনের। আর তাই তাকে নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তদন্তে দোষী প্রমাণ হলেও কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে তাকে বহিষ্কারের জন্যেও সুপারিশ করা হয়েছে বলে জানান মো. ইলিয়াস হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। আগামীকাল প্রক্টরিয়াল বডি বসে ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সারাবাংলা/এসবি/এমও
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন গাড়ি ভাঙচুর