Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৯:১৪

ঢাকা: পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এক সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে এবং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নাম প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ ও তথ্য সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম।

পরে মনজিল মোরসেদ জানান, তথ্য অধিকার আইনের ৬(১) এবং পরিবেশ আইনের ৪(২)(চ) এর বিধান অনুসারে কর্তৃপক্ষ দূষণকারীদের সকল তথ্য প্রকাশ করতে আইনগতভাবে বাধ্য। কিন্তু অধিদফতর আইনকে অমান্য করে দূষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। যা সম্পূর্ণ বেআইনি।

পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করবে না— এমন সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী এবং রিপন বাড়ৈ হাইকোর্টে রিট দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান ব্যক্তি