Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটির খাল থেকে হাত-পা বাঁধা যুবকের মৃতদের উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ২২:১৮

প্রতীকী ছবি

ঝালকাঠি: জেলার নলছিটিতে একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম পংকজ চন্দ্র শীল (৩৫)।

রোববার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে লাশটিকে ওপরে তোলে স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে নলছিটি থানার পুলিশ।

মৃত পংকজ চন্দ্র শীল (৩৫) বারইকরন গ্রামের সুকের রঞ্জন শীলের বড় মেয়ে সোনালীর স্বামী। তিনি ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ের কাছে একটি সেলুনে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই খালে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় মৃতদেহটির হাত-পা বাঁধা ছিল। আর কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি আগামীকাল সকালে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

ঝালকাঠি নলছিটি যুবকের মৃতদের উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর