Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ১৫ হত্যা মামলার আসামি জুয়েল অস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ২১:৫৮

ভৈরব: ভৈরবে ১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল।

রোববার (১২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর কান্দির পাড় এলাকার ভাড়া বাসা থেকে জুয়েলকে আটক করা হয়। পরে তার তথ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চকবস্তি গ্রামে জুয়েলের বসতঘর থেকে ১টি বিদেশি রিভলভার ও ২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় ।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ১৫টি হত্যা মামলা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে।

তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমও

অস্ত্রসহ গ্রেফতার ভৈরব হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর