Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ২ বছর পর শুরু হলো বাংলাদেশ-ভারত বাস চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ২১:৩২

যশোর: দীর্ঘ দুই বছর পর পুনরায় বাংলাদেশ-ভারতের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। করোনা মহামারির কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল দুই দেশের বাস চলাচল।

শুক্রবার (১০ জুন) সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় বাস সার্ভিস চালু হয়েছে। সকাল ৮টার সময় ঢাকা থেকে ২২ জন যাত্রী নিয়ে বিকাল ৩টার সময় বেনাপোল প্রবেশ করে শ্যামলী এন আর ট্রাভেলসের বাসটি। গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাস সার্ভিস পুনরায় চালুর বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিজ্ঞাপন

শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আজ থেকে আন্তর্জাতিক বাস চালুর নির্দেশনা বিআরটিসি থেকে আমরা পেয়েছি। সকাল ৮টার সময় ঢাকা থেকে বাসটি বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের কলকাতায় প্রবেশ করবে। প্রথমে দুটি রুটে বাস চলাচল করবে। শ্যামলী এন আর ট্রাভেলস ও বিআরটিসির ব্যানারে বাস চলাচল করবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভুইয়া, চেকপোস্টের সুপার সোহেল উদ্দিন ও এআরও আতিকুর রহমানসহ কাস্টমস হাউসের আইআরএম টিম।

এছাড়া বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

২ বছর পর বাংলাদেশ-ভারত বাংলাদেশ-ভারত বাস চলাচল বাস চলাচল সচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর