Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগ প্রশংসনীয়: আলমাস কবীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ২১:৩২

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ( বিএমসিসিআই)’র সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ আলমাস কবীর।

বৃহস্পতিবার (৯ জুন) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিএমসিসিআই’র এ পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলমাস কবীর বলেন, ‘অর্থমন্ত্রী যে ডিজিটাল কারেন্সি’র স্টাডি শুরু করতে চেয়েছেন তা আমি স্বাগত জানাই। ব্লকচেইন নির্ভর ডিজিটাল কারেন্সি অর্থনীতিকে অনেক বেশি বেগবান করার পাশাপাশি স্বচ্ছতাও নিশ্চিত করবে।’

আরও পড়ুন-

তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর বলেন, ‘স্টার্টআপের জন্য ট্যাক্স রিটার্নের পাশাপাশি সমস্ত ধরনের রিপোর্টিং-এর জন্য প্রস্তাবিত ছাড়ের ফলে তারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় তা সহজীকরণ করবে এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়াও, তাদের ৯ বছর ধরে লোকসান দূর করে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া এবং ব্যয়ের উপর বিধিনিষেধ প্রত্যাহার তরুণ উদ্যোক্তাদের তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে। স্টার্টআপ কোম্পানিগুলির জন্য টার্নওভার ট্যাক্স ০.৬% থেকে ০.১%-এ নামিয়ে আনা নতুন ব্যবসাগুলির জন্য দারুণ সহায়ক হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-

তিনি বলেন, ‘আমদানিকৃত ল্যাপটপ, কম্পিউটার প্রিন্টার এবং টোনার কার্টিজের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রবর্তন অটোমেশনের বৃদ্ধি ও প্রসারকে সীমিত করবে।’

সরকার ডিজিটাল বাংলাদেশের চেতনায় এই বাজেট প্রণয়ন করবেন বলে তিনি আশাবাদী ছিলেন। দুর্ভাগ্যবশত, মোবাইল ব্যাংকিং, রাইড-শেয়ারিং ইত্যাদি সহ মোবাইল-ভিত্তিক পরিষেবাগুলিতে অতিরিক্ত ভ্যাট এর বিপরীত বলে প্রতীয়মান।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

আলমাস কবীর জাতীয় বাজেট ডিজিটাল কারেন্সি বাজেট

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর