Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৮:১৬

বগুড়া: বগুড়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মামলায় দুলু প্রামানিক নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় ওই নারীর ঘরে ঢোকে একই এলাকার সিদ্দিক হোসেন ছেলে দুলু। সে ওই নারীকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে।

নির্যাতিত নারী ১ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২১ অক্টোবর চার্জশিট দাখিল করে।

নারী শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের (২) স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ধর্ষক পলাতক রয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

আসামি ধর্ষণ মামলা পলাতক বগুড়া যাবজ্জীবন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর