Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল মাঠ থেকে ধাওয়া করে কুপিয়ে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:২৬

বগুড়া: বগুড়া সদরের সাবগ্রাম ঘুনিয়াতলা এলাকায় রবিন (২১) নামে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে খুনিরা পায়ের রগ কেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিন সদরের ভাটকান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে। দুপুরে ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিলো। সে সময় তাকে স্কুল মাঠ থেকে ধাওয়া করে হামলাকারীরা রবিনকে স্কুল মাঠের এক কোনায় বাথরুমের পিছনে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ১০ থেকে ১২ জন তাকে এলোপাতারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। প্রকাশ্যে দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, বলেও জানিয়েছে এলাকাবাসী।

পারিবারিক সূত্রে বলা হয়, রবিনের জীবননাশের আশঙ্কা ছিলো। পেশায় সে রাজমিস্ত্রির কাজ করতো।

পুলিশ জানিয়েছে, রবিন একটি হত্যা মামলার আসামি ছিলো। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এমও

কুপিয়ে যুবককে হত্যা যুবককে হত্যা স্কুল মাঠ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর