Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আবুল কালাম আজাদ

স্পেশাল করসেপন্ডন্টে
৮ জুন ২০২২ ১৮:২৮

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন জি. এম. আবুল কালাম আজাদ। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকশেন্স অ্যান্ড পাবলিকশেন্সের পরিচালক ও ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আবুল কালাম ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকশেন্স অ্যান্ড পাবলিকেশন্সে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।

আবুল কালাম আজাদ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সুপরিচিত গাজী পরিবারের সন্তান। এক সময়ের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র হিসেবে স্থানীয়ভাবে তার মেধার সুখ্যাতি আছে। বিদেশি প্রশিক্ষণে তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন। তিনি যশোরের অঞ্চলভিত্তিক ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড দুঃস্থ সংগঠনের স্বেচ্ছাসেবী নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

সারাবাংলা/জিএস/পিটিএম

আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর