Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৬:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বুলবুল ইসলাম (৩৪)। তিনি নওগাঁ জেলার মো. মমতাজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেলে কলেজে হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনায় নিহত এক শ্রমিককে নিয়ে আসেন ইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মেডিকেলে নিয়ে আসা সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ইয়ার্ডের শ্রমিক এবং নিহতের ফুফাত ভাই মো. শাকিল হোসেন বলেন, ‘দুপুর ১২ টার দিকে ভারি অ্যালুমিনিয়ামের বয়লারের টাঙ্কি কাটার সময় সেটি বুলবুলের শরীরে উপরে এসে পড়ে। এ সময় তার মাথা এবং হাত শরীর থেকে বিছিন্ন হয়ে যায়।’

সারাবাংলা/এসএন/পিটিএম

শিপ ইয়ার্ড শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর